নট আউট ডেস্কঃ গত রোববার করোনা আক্রান্ত হয়েছেন রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ওপেনার দেবদূত প্যাডিকেল। এবার তাঁর আক্রান্ত হওয়ার তিন দিনের মাথায় দলটির অজি অল-রাউন্ডার ড্যানিয়েল সামসও হয়েছেন করোনা পজিটিভ। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন ব্যাঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি।
বিবৃতিতে ব্যাঙ্গালুরুর পক্ষ থেকে জানানো হয়েছে ‘ড্যানিয়েল সামস গত ৩ এপ্রিল করোনা নেগেটিভ হয়ে দলের সঙ্গে যোগ দিয়েছিলেন। এরপর দ্বিতীয় দফা করোনা পরীক্ষায় আজ (৭ এপ্রিল) তিনি করোনা পজিটিভ হয়েছে। তার শরীরে করোনার উপসর্গ পাওয়া গিয়েছে। বর্তমানে তাকে আইসোলেশনে রাখা হয়েছে। তার দেখভাল করছে আমাদের মেডিক্যাল টিম।’
আইপিএল মাঠে গড়াতে আর বাকি নেই ৩ দিনও। তাঁর মাঝেই একের পর এক করোনা আক্রান্তের খবর, শঙ্কার মুখে ফেলে দিয়েছে আইপিএল আয়োজনকে। এর আগে গত রবিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামের তিন মাঠ কর্মী হয়েছেন করোনা আক্রান্ত। যেখানে অনুষ্ঠিত হবে আইপিএলের উদ্বোধনী ম্যাচ। উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।
উল্লেখ্য, করোনার জেরে গেলবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) অনুষ্ঠিত হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে। তবে আইপিএলে ১৪তম আসর ঘরের মাঠে আয়োজন করতে চাইছে আয়োজক কমিটি। যদিও ভারতের করোনা পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে। প্রতিদিনই ভারতে গড়ে প্রায় ১লাখ করে মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন।
-নট আউট/টিএ