প্রচ্ছদ / মিসবাহ ও ওয়াকার দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন
  • ৮৩০

মিসবাহ ও ওয়াকার দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন

নিউজ ডেস্কঃ সোমবার (৬ সেপ্টেম্বর) আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য টিম ম্যানেজম্যান্টের ঘোষণা দেওয়া আগেই পাকিস্তান দলের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন মিসবাহ ও ওয়াকার। সোমবার (৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে (পিসিবি)।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে পিসিবি। ১৫ সদস্যের দলে বাবর আজমকে অধিনায়ক ও শাদাব খানকে সহ-অধিনায়ক করে দলে অভিজ্ঞদের দেওয়া হয়েছে প্রাধান্য। সকালে দলের প্রধান নির্বাচক ওয়াসিম খান জানিয়েছিলেন, টিম ম্যানেজম্যান্টে কে কে থাকছেন এই নিয়ে বিকেলে ঘোষণা দেওয়া হবে। বিকেল না হতেই পাকিস্তান দলের সাথে না থাকার সিদ্ধান্ত জানালেন প্রধান কোচ মিসবাহ উল হক এবং বোলিং কোচ ওয়াকার ইউনিস। সেই সাথে পিসিবিকে পদত্যাগ পত্র জমা দিয়েছেন এই দুই কোচ।

আপাতত নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য দুই সাবেক ক্রিকেটার আব্দুল রাজ্জাক ও সাকলাইন মুশতাককে দায়িত্ব দিয়েছে পিসিবি।

ওয়েস্ট ইন্ডিজ সফরে পরে দেশে ফেরার আগে মিসবাহ-উল হক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিল। পাকিস্তানের দায়িত্ব থেকে সরে দাঁড়ানো প্রসঙ্গে তিনি বলেন, 'আমি জ্যামাইকাতে কোয়ারেন্টাইনে থাকাকালীন অনেক কিছু নিয়ে ভাবার সুযোগ পেয়েছি। গত ২৪ মাসে আমি কি করেছি কি করিনি। এছাড়া সামনের আন্তর্জাতিক সূচিগুলো নিয়েও। সামনে যে ব্যস্ত সূচি তাতে আমাকে লম্বা সময় পরিবার থেকে দূরে থাকতে হতো, সঙ্গে জৈব সুরক্ষা বলয় তো আছেই।'

তিনি আরও বলেন,' যেহেতু সামনেও পরিবারকে ছেড়ে থাকতে হবে এ কারণেই আমি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমি জানি এমন সিদ্ধান্ত নেয়ার সঠিক সময় এটা নয়। কিন্তু আমি মানসিকভাবে খুব ভালো অবস্থানে নেই সামনের চ্যালেঞ্জগুলো নেয়ার জন্য। তাই সবকিছু ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছি।

অন্যদিকে দলের বোলিং কোচ ওয়াকার ইউনিস বলেন, 'মিসবাহ যখন ওর সিদ্ধান্ত আমাকে জানায় এবং ভবিষ্যত পরিকল্পনা নিয়ে কথা বলে, আমার জন্যও সহজ হয় যায়। কারণ আমরা এক সঙ্গে এই দায়িত্ব নিয়েছিলাম। একসঙ্গে কাজ করেছি আর এখন একসঙ্গে সরে দাঁড়াচ্ছি।'

২০১৯ সালে একসঙ্গেই পাকিস্তান দলের দায়িত্ব গ্রহণ করেছিলেন মিসবাহ ও ওয়াকার। বোর্ডের সঙ্গে তাদের চুক্তির প্রায় এক বছর বাকি রয়েছে। তবে এর মধ্যেই দুজনই দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন। চলতি বছরের ১৭ অক্টোবরে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। আসরটি সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হবে। ১৪ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে টি-টোয়েন্টি বিশ্বকাপের।

 

- নট আউট/এসআর/ডব্লিউআর

  • ট্যাগস

এ বিভাগের আরও নিউজ

দাপুটে জয়ে সিরিজে এগিয়ে গেল সফরকারী ভারত

সোমবার, ০৬ সেপ্টেম্বর, রাত ১০:৩৩

পাঁচ টেস্ট সিরিজের চতুর্থ টেস্টে স্বাগতিক ইংল্যান্ডকে হারিয়েছে ভারত। এই জয়ে সিরিজে ২-১ এ এগিয়ে গেল সফরকারীরা। প্রথম ইনিংসে পিছিয়ে থেকেও দ্বিতীয় ইনিংসে দাপুটে ব্যাটিং ও বোলিংয়ে জয় প

ইংল্যান্ড সফরের দল ঘোষণা নিউজিল্যান্ডের

বৃহস্পতিবার, ০৮ এপ্রিল, ২০২১, দুপুর ৩:৩০

নট আউট ডেস্কঃ চলতি বছরের জুনে ইংল্যান্ড সফর করবে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড। সফরে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে দুইটি টেস্ট ও ভারতের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে দলট

শচীনের পর করোনা আক্রান্ত হলেন ইউসুফ

রবিবার, ২৮ মার্চ, রাত ৮:১৭

নট আউট ডেস্কঃ মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে করোনা আক্রান্ত হলেন ভারতীয় কিংবদন্তী ক্রিকেটার শচীন টেন্ডুলকার ও বিশ্বকাপ জয়ী দলের সদস্য ইউসুফ পাঠান। গতকাল (শনিবার) সকালে করোনা আক্রান্ত হ

পাকিস্তান সুপার লীগ, ২০২৩

লাহোর কালান্ডারস রানে জয়ী

১ম ম্যাচ, মুলতান

বিপিএল, ২০২৩

কুমিল্লা ভিক্টোরিয়ানস উইকেটে জয়ী

কোয়ালিফায়ার-১ ম্যাচ, মিরপুর, ঢাকা

বিপিএল, ২০২৩

রংপুর রাইডার্স উইকেটে জয়ী

ইলিমিনেটর ম্যাচ, মিরপুর, ঢাকা

বিপিএল, ২০২৩

খুলনা টাইগার্স উইকেটে জয়ী

৪২তম ম্যাচ, মিরপুর, ঢাকা

বিপিএল, ২০২৩

কুমিল্লা ভিক্টোরিয়ানস ৭০ রানে জয়ী

৪১তম ম্যাচ, মিরপুর, ঢাকা