স্পেশাল করেসপন্ডেন্টঃ বাংলাদেশের হোম কন্ডিশন, এখানে টাইগারদের দাপট সবারই জানা। গত মাসেই অস্ট্রেলিয়া এ কন্ডিশনে নাস্তানাবুদ হয়ে দেশে ফিরেছে। কিন্তু নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দলটা ভিন্ন কিছুর আভাস দিচ্ছে, জমাট লড়াই চালিয়ে যাচ্ছে তারা।
দ্বিতীয় ম্যাচে অল্পের জন্য হারলেও গতকাল তৃতীয় ম্যাচে বাংলাদেশকে ৫২ রানে পরাজিত করেছে ব্ল্যাক ক্যাপসরা। সিরিজে ফিরেছে তারা, যদিও তিন ম্যাচ পর সিরিজে ২-১ এ এগিয়ে বাংলাদেশ।
নিজেদের পাতা ফাঁদেই বাংলাদেশকে ঘায়েল করেছে নিউজিল্যান্ড। গতকাল তাদের ১২৮ রানের জবাবে স্বাগতিকরা অলআউট হয়েছে মাত্র ৭৬ রানে। কিউই স্পিনাররাই নিয়েছেন ৮ উইকেট।
বাংলাদেশকে এমন চাপে ফেলে বেজায় খুশি নিউজিল্যান্ড। এখন সিরিজে সমতা ফেরানোর আশায় রয়েছে তারা। আজ ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ডের অভিজ্ঞ ক্রিকেটার হেনরি নিকোলস বলেছেন, ‘আমরা টেবিলটা বাংলাদেশের দিকে কিছুটা ঘুরিয়ে দিয়েছি। তাদেরকে চাপে ফেলেছি। এটা তাদের জন্যও কঠিন হবে।’
তিনি আরও বলেন, ‘ম্যাচ জেতা এবং সিরিজটা বাঁচিয়ে রাখা দারুণ বিষয়। দল হিসেবে আমরা প্রতি ম্যাচেই উন্নতি করছি। প্রতিটি ম্যাচের কন্ডিশনে ভিন্নতা আছে, সেটা আরেকটা চ্যালেঞ্জ। সবাই নিজের কাজটা দ্রুত শিখছে দেখে ভালো লাগছে। অধিনায়ক হিসেবে টম (ল্যাথাম) সবাইকে পরিস্কারভাবে বলে দিয়েছে, এখানে কাজটা কঠিন কিন্তু আমাদের উন্নতির উপায় খুঁজে বের করতে হবে। আমরা যদি প্রতি ম্যাচে তা করতে পারি তাহলে রেজাল্ট আসবে।’
-নট আউট/এমজেএ/টিএ