স্পেশাল করেসপন্ডেন্টঃ সিরিজের তৃতীয় ম্যাচটা নিউজিল্যান্ডের কাছে ৫২ রানে হেরেছে বাংলাদেশ দল। ব্যাটসম্যানদের ব্যর্থতায় সফরকারীদের দেয়া ১২৯ রানের টার্গেটে খেলতে নেমে ৭৬ রানে অলআউট হয়ে গেছে স্বাগতিকরা।
রান তাড়া করতে না পারায় নিজের দায় দেখছেন লিটন দাস। ডানহাতি এ ওপেনার বলেছেন, ভালো শুরুর পর আরও বিচক্ষণতার সঙ্গে ব্যাটিং করা উচিত ছিল তার। একই সঙ্গে এ উইকেটে সিঙ্গেলসের উপর জোর দিতে বলেছেন তিনি।
গতকাল হারের পর আজ অনুশীলন করেনি টাইগাররা। পুরো দিন হোটেলে বিশ্রামে ছিলেন সবাই। তবে জিম, সুইমিং করেছেন ক্রিকেটাররা।
লিটন-নাঈমের শুরুটা ভালোই ছিল। তৃতীয় ওভারে ম্যাককনকিকে দুটি চার মারার পরও থামেননি লিটন। আক্রমণাত্মক হতে চেয়েছিলেন। সুইপ খেলতে গিয়ে ব্যক্তিগত ১৫ রানে এলবির ফাঁদে পড়েন তিনি।
নিজের ভুল স্বীকার করে ডানহাতি এ ওপেনার আজ বলেছেন, ‘আমার কাছে যেটা মনে হয় আমি আর নাঈম শুরুটা ভালো দিয়েছিলাম, আমি যদি ওই জায়গাটায় আরেকটু সেন্সিবল ক্রিকেট খেলতে পারতাম, আরেকটু দায়িত্ব নিতে পারতাম জিনিসটা সহজ হয়ে যেত। কারণ দ্বিতীয় ম্যাচেও আমার ও নাইমের ভালো একটা জুটির কারণে পরের ব্যাটসম্যানরা সহজ ব্যাটিং করতে পেরেছে। এরকম সুযোগ আসলে পরের বার চেষ্টা করবো ইনিংসটা বড় করার জন্য ‘
ব্যাটসম্যানদের জন্য উইকেটটা বেশ চ্যালেঞ্জিং। তাই সিঙ্গেল খেলার দিকেই গুরুত্ব দিচ্ছেন লিটন। তিনি বলেছেন, ‘আমার কাছে যে জিনিসটা মনে হয়, যেহেতু লো স্কোরিং ম্যাচ হচ্ছে তো স্কোর করাটা এত সহজ না। বাউন্ডারি মারাটা আরও কঠিন, ওভার বাউন্ডারি বা এমনি বাউন্ডারি মারাটাই অনেক কঠিন। আমার কাছে মনে হয় সিঙ্গেলে একটু বেশি ফোকাস দিতে হবে। রানিং বিটুইন দ্য উইকেট টা একটু বেশি ফোকাস দিতে হবে।’
-নট আউট/এমজেএ/টিএ