নট আউট ডেস্কঃ পাঁচ টেস্ট সিরিজের চতুর্থ টেস্টে স্বাগতিক ইংল্যান্ডকে হারিয়েছে ভারত। এই জয়ে সিরিজে ২-১ এ এগিয়ে গেল সফরকারীরা। প্রথম ইনিংসে পিছিয়ে থেকেও দ্বিতীয় ইনিংসে দাপুটে ব্যাটিং ও বোলিংয়ে জয় পেয়েছে তারা।
৭৭ রানে পঞ্চম দিন শুরু করা ইংল্যান্ড বার্নস ও হাসিবের ব্যাটে দারুণ কিছুরই ইঙ্গিত দেয়। উদ্বোধনী জুটিতে দু'জন পূরণ করেন ১০০ রান। এর মাঝেই অর্ধশতক তুলে নেন ররি বার্নস। মূলত, এরপরেই ধসের শুরুটা হয়। দলীয় একশ ও ব্যক্তিগত পঞ্চাশ রানে ররি ফিরলে পতন হয় ইংলিশদের প্রথম উইকেটের। এরপর তাসের ঘরের মতো ভেঙ্গে যায় স্বাগতিকদের টপ অর্ডার।
ব্যক্তিগত ৫ রানে রান আউটে কাটা পড়েন মালান। এর মাঝেই হাসিব হামিদ তুলে নেন অর্ধশতক। দলীয় ১৪১ রানে হাসিব (৬৩) ফিরলে বিপাকে পড়ে স্বাগতিকরা। এরপর মাত্র ২ রানের ব্যবধানে ফিরে যান পোপ (২), বেয়ারস্টো (০), মঈন আলিরা (০)। আর তাতেই ওভাল টেস্ট বাঁচানোর স্বপ্ন ফিঁকে হয়ে যায় স্বাগতিকদের। "
বাকিদের এমন আসা যাওয়ার মিছিলে কিছুক্ষণ থিতু হন অধিনায়ক জো রুট। ক্রিস ওকসকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। দলীয় ১৮২ ও ব্যক্তিগত ৩৬ রানে রুট ফিরলে জয়ের সুবাস পেতে শুরু করে ভারত। এরপর গুটিয়ে যেতে খুব বেশি সময় নেয়নি স্বাগতিকরা।
২১০ রানে অল-আউট হয় ইংল্যান্ড। ফলে ১৫৭ রানের বড় জয়ে সিরিজে এগিয়ে গেল সফরকারীরা। ভারতের পক্ষে ৩টি উইকেট শিকার করেন উমেশ যাদব। বুমরাহ, জাদেজা, বুমরাহর শিকার ২টি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত ১ম ইনিংস: ১৯১/১০ (৬১.৩)
শার্দুল ৫৭, কোহলি ৫০;
ওকস ৪/৫৫, রবিনসন ৩/৩৮।
ইংল্যান্ড ১ম ইনিংস: ২৯০/১০ (৮৪)
পোপ ৮১, ওকস ৫০;
উমেশ ৩/৭৬, জাদেজা ২/৩৬।
ভারত ২য় ইনিংস: ৪৬৬/১০ (১৪৮.২)
রোহিত ১২৭, পূজারা ৬১;
ওকস ৩/৮৫, রবিনসন ২/১০৫।
ইংল্যান্ড ২য় ইনিংস: ২১০/ ১০ (৯২.২)
হাসিব ৬৩, বার্নস ৫০;
উমেশ ৩/৬০, শার্দুল ২/২২।
-নট আউট/টিএ