আরও একটি এশিয়া কাপ শেষ হয়। অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপের এবারের আসরের সেমিফাইনালে ভারতের কাছে ১০৩ রানে হেরে ফাইনালে খেলার আশা শেষ হয়ে গেলো বর্তমান বিশ্বচ্যাম্পিয়ানদের।
এই নিয়ে পরপর ৩ বার নকআউট পর্বে ভারতের কাছ থেকে বিদায় নিলো জুনিয়র টাইগাররা। কিছুটা খন্ডচিত্র তুলে ধরা যাক-
২০১৮ অ-১৯ এশিয়া কাপ, মিরপুর, ঢাকা।
৪ অক্টোবর ২০১৮। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১ম সেমিফাইনালে ভারতের কাছে মাত্র ২ রানে হেরে গিয়েছিলো শামীম-শরিফুলরা। ভারতের করা ১৭২ রানের টার্গেটে খেলতে নেমে ১৭০ রানে গুটিয়ে যায় বাংলাদেশ অ-১৯ দল।
২০১৯ অ-১৯ এশিয়া কাপ, কলম্বো, শ্রীলংকা।
১৪ সেপ্টেম্বর ২০১৯। সেবার এশিয়া কাপের ফাইনালে উঠেছিলো জুনিয়র টাইগাররা। শিরোপা জয়ের স্বপ্ন দেখেও শেষ পর্যন্ত ট্রফি ঘরে নিয়ে আসতে পারেনি আকবররা। ভারতকে মাত্র ১০৬ রানে অলআউট করেও টাইগাররা ম্যাচটি হেরে যায় ৫ রানে।
- নট আউট/ডব্লিউআর।